বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
জাতীয় পতাকা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীনপশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেপূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমেবাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৬শেমার্চ এই যুদ্ধের সূচনা ঘটে, যখন পাকিস্তানী সামরিক বাহিনী রাতের অন্ধকারেনিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানীসামরিক জান্তাঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে।গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশসংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর প্রিয় নেতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতারঘোষণা দেন। সারাদেশে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙ্গালীসদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে মুক্তকরতে গড়ে তোলেমুক্তিবাহিনী।গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে মুক্তিবাহিনী সারাদেশে পাকিস্তানী হানাদারবাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশভারতের কাছ থেকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে।ডিসেম্বরের শুরুর দিকে যখন স্বাধীন বাংলাদেশের জন্ম কেবল সময়ের ব্যাপারমাত্র তখন পাকিস্তান পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভারতেরবিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেসরাসরিভাবে জড়িয়ে পড়ে।মুক্তিবাহিনী ওভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমনে পাকিস্তানের দখলদারী বাহিনীর পতন ত্বরান্বিত হয়। ১৬ইডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান ৯৩,০০০ হাজার সৈন্যসহআনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের জন্মের মধ্য দিয়েপরিসমাপ্তি ঘটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সমন্ধে আরো জানতে এখানে click করুন ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সমন্ধে আরো জানতে এখানে click করুন ।
১৯৭১ আমাদের মহান মুক্তিযুদ্ধ
1. Fhire Dekha 71
2. 1971 by Humayum Ahmed
3. Jochna O Jononir Golpo by Humayun Ahmed
[Part.1] [Part.2] [Part.3]
2. 1971 by Humayum Ahmed
3. Jochna O Jononir Golpo by Humayun Ahmed
[Part.1] [Part.2] [Part.3]